বেশ কিছুদিন আগেই Real Business Program এ জয়েন করি, তবে ভাইয়ার ভিডিও অনেক আগে থেকেই দেখতাম ইউটিউবে। অনলাইনে কাজ করছি গত এক বছর যাবত, তবে নিজের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারছিলাম না কোন ভাবেই। অনেক জায়গা থেকে কোর্সও করেছি তেমন কোনো সাপোর্ট বা হেল্প পাইনি। আলহামদুলিল্লাহ, ভাইয়ার সাথে কানেক্ট হওয়ার পর থেকে অনেক ভালো করছি। আমি যতটুকু আশা করেছিলাম অমিত ভাইয়া আমাকে তার থেকে বেশি হেল্প করছেন এবং সাপোর্ট দিচ্ছেন। ভাবতেই ভাল লাগে যে, আমি এত ভাল একজন মেন্টর পেয়েছি। সত্যিই সঠিক গাইড লাইনে অনুযায়ী আগালে সবকিছুই সম্ভব।
Abdur Rahman
Real Business Program Member
আমি নতুন ইকমার্স বিজনেস স্টার্ট করেছি পেজ দিয়ে বিজনেস করতেছি বিগত কিছু মাস। অমিত ভাইয়ার থেকে এডভান্সড মার্কেটিং ফানেল শিখার পর সেলস ফানেল তৈরি করলাম ও ভাইয়ার ক্লাস দেখে এড রান করলাম। আলহামদুলিল্লাহ ভাইয়ার ক্লাসের ইন্সট্রাকশন ফলো করে ভালো রেজাল্ট পাচ্ছি। অমিত ভাইয়ের ভিডিও দেখে আমার বিজনেস অনেক গ্রোথ হইছে। পাশাপাশি বিজনেস ফানেল এর ভিডিও দেখে অনেক কিছু শিখছি। এভাবে আমাদের হেল্প করার জন্য ধন্যবাদ আপনাকে।
Alim Akash
Real Business Program Member
গত চার বছর ধরে অনলাইনে বিজনেস করছি, অমিতের সাথে জয়েন হওয়ার পর যে কনফিডেন্ট আমি গেদার করেছি তা আমি গত ৪ বছরে কক্ষনো পাইনি। তার ক্লাসের মান, শিখানোর পদ্ধতি, কাস্টমার সাপোর্ট সব কিছুতে ১০০ তে ১০০। জীবনে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আমি আজ একজন সফল উদ্যোক্তা এবং আরও সামনের দিকে আগাচ্ছি। আমি জানিনা অমিতের সাথে জয়েন না হলে আমি কোন পজিশনে থাকতাম।
Why Amit International?
বর্তমান যুগ তথ্য ও প্রযুক্তির। অনেকে এই তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে বিশ্বকে পরিবর্তন করে দিচ্ছে, বিশেষকরে উদ্যোক্তাগণ! কিন্তু প্রযুক্তি হাতের নাগালে থাকলেও সঠিক তথ্য না পাওয়ায় ঝড়ে পড়ছে হাজার হাজার উদ্যোক্তা। ডিজিটাল উদ্যোক্তাদের এই দুঃসময়ের কথা চিন্তা করে বাংলাদেশে প্রথম অমিত ইন্টারন্যাশনাল ফ্রিতে দিচ্ছে লাইভ সাপোর্ট, প্রিমিয়াম বিজনেস ট্রেনিং, এবং স্পেশাল ইবুকস। পাশাপাশি উদ্যোক্তাদের সর্বোচ্চ সফলতা নিশ্চিত করতে আমরা দিচ্ছি বিশেষ কিছু প্রোগ্রাম।
Learn More, Grow More
গোটা বিশ্বে 1,295,973,827 এর বেশি ওয়েবসাইট আছে। ইচ্ছে থাকলেও এদের সবগুলো মানি জেনারেট করতে পারে না, কিন্তু মাত্র .000000002% করে!
Without Real Business Knowledge
Highest Advertising Cost
No Loyal Audience
Low Sales
No Customers
Frustration
With Real Business Knowledge
Lowest Advertising Cost
Loyal Audience
Stream Of Customers
Sales Galore
Pleasure
আপনি কি হতাশা থেকে বেরিয়ে সফলতার দিকে অগ্রসর হতে চান?
আপনার আগে থেকে টেকনিক্যাল নলেজ না থাকলেও খুব একটা সমস্যা নেই। আমাদের ট্রেনিংগুলোতে একদম বেসিক থেকে এডভন্সড পর্যন্ত বোঝানো হয়েছে, এতে করে যে কেউ একদম শূন্য থেকে শুরু করতে পারেন।
অবশ্যই! শেখার পাশাপাশি, আরও লার্নারদের সাথে নেটওয়ার্ক করার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রতিটি প্রোগ্রামের জন্য আমাদের আলাদা করে স্পেশাল কমিউনিটি রয়েছে, যার মাধ্যমে খুব সহজেই একে অপরের সাথে নেটওয়ার্ক করা যায়।
আমাদের সাপোর্ট এক কেন্দ্রিক নয়। স্টুডেন্টদের দ্রুত সফলতার জন্য আমরা রেখেছি লাইভ সাপোর্ট, মেসেজ সাপোর্ট, ফোন কল সাপোর্ট, গ্রুপ সাপোর্ট ও মেন্টরের নিজস্ব সাপোর্ট। যার মাধ্যমে তারা তাদের বিজনেস কে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন।