Mohaiminul Islam Amit একজন ডিজিটাল মার্কেটিং কনসাল্টেন্ট, লেখক ও উদ্যোক্তা। তিনি তার হাই স্কুল লাইফে থাকতেই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ারের যাত্রা শুরু করেন এবং গত ৫ বছর ধরে সফলভাবে গ্লোবাল ও লোকাল স্মল ও মিডিয়াম বিজনেসগুলোকে স্কেল করতে সহায়তা করছেন।
তিনি Amit International-এর প্রতিষ্ঠাতা, ২০০+ গ্লোবাল বিজনেস এবং ৩০০+ লোকাল উদ্যোক্তাকে মার্কেটিং স্ট্রাটেজি ও বিজনেস কনসাল্টেশন প্রদান করেছেন। তিনি বাংলাদেশের ইয়াং জেনারেশনকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
তিনি নিজের ডিজিটাল মার্কেটিং এর দক্ষতাকে কাজে লাগিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস আপওয়ার্কে হয়েছেন টপ রেটেড সেলার ও ২০২১ সালেই পেয়েছেন ফাইভারে লেভেল ২ বেস্ট সেলার ব্যাজ। গ্লোবাল বিজনেসগুলোর সাথে কাজ করে অর্জন করেছেন ব্যাপক অভিজ্ঞতা। তিনি তার ক্যারিয়ারে গ্লোবাল ও লোকাল বিজনেস গুলোতে কয়েক লক্ষ ডলার স্পেন্ড করে মিলিয়নস অফ ডলারের সেল জেনারেট করেছেন।
একজন লেখক হিসেবে তিনি ইতোমধ্যেই Basic to Advanced Digital Business বই প্রকাশ করেছেন, যা ৫ হাজারেরও বেশি অনলাইন উদ্যোক্তাকে ডিজিটাল ব্যবসায় সফল হতে সাহায্য করছে। এছাড়াও, তিনি উদ্যোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেয়া সহ Real Business Course ও Business Accelaretor Program এর মাধ্যমে বিজনেসগুলোকে সফল করে তুলতে প্রশিক্ষণ দিচ্ছেন।
"উদ্যোক্তা বাড়লে, বেকারত্ব কমবে"—এই বিশ্বাস থেকেই অমিত ইন্টারন্যাশনাল কাজ করে যাচ্ছে, যেন বাংলাদেশের প্রতিটি তরুণ চাকরির জন্য অপেক্ষা না করে, বরং নিজেদের সফল ব্যবসা গড়ে তুলতে পারে।